দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক। কিন্তু পরিবার থেকে সেই সম্পর্ক মেনে নিয়ে বিয়েতে সম্মতি না হওয়ায় প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পরিবারের লোকজন ও পুলিশ। মঙ্গলবার (১৫ জুন) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের খালিপুর গ্রাম ঘটেছে এ ঘটনা।
নিহত প্রেমিক যুগলরা হলেন গ্রামের দেবেন্দ্র চন্দ্র সিংহের ছেলে চন্দ্র সিংহ (১৮) ও একই পরিবারের যতীন চন্দ্রের মেয়ে সুমি বালা (১৪)। তারা ইঁদুর মারার বিষ (গ্যাস ট্যাবলেট) খেয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।পরিবারের লোকজন জানিয়েছেন, ধর্মীয় রীতি অনুযায়ী একই পরিবারের ছেলে-মেয়েদের মধ্যে বিয়ে দেয়ার কোনো বিধান নেই। একারণে পরিবার থেকে বিয়েতে সম্মতি হয়নি। এছাড়া তাদের বিয়ের জন্য উপযুক্ত বয়সও হয়নি।বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আব্দুস সবুর মৃতদের পরিবারের বরাত জানিয়েছেন, মৃতরা দুজনই অপ্রাপ্ত বয়স্ক ছিলেন। তারা একই পরিবারের, সম্পর্কে চাচাতো ভাই-বোন ছিলেন। এ ঘটনায় দুই পরিবার থেকেই বাদী হয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করেছে।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি