মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে কোলড্রিংস ভেবে বিষপান করে তাহসিন নামের (৪) বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে তাকে দাফন করা হয়েছে। আগেরদিন বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন শিশুটি। নিহত শিশু তাহসিন মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের মিল পাড়া এলাকার শাহজামাল খান শামিমের ছেলে।
জানা গেছে শুক্রবার সকাল নয়টায় তাহসিনের বাবা শাহজামাল খান শামিম একটি টাইগারের বোতলে ( এনার্জি ড্রিঙ্ক) ঘাস মারা বিষ রেখে ছিল। সেটি মাঠে নিয়ে যাওয়ার জন্য বাইরে বের করে রাখার পর ঐ শিশুটি কোলড্রিংস ভেবে সেটি পান করে। পরে বিষয়টি সকলের নজরে আসলে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। সোমবার সকালে তাকে দাফন করা হয়