অঙ্গীকার ডেস্কঃ জনপ্রিয় অনলাইন প্রোটাল কুষ্টিয়ার কন্ঠ -২৪ পত্রিকার প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধায় হাসপাতাল রোড়স্থ কুষ্টিয়ার কন্ঠ-২৪ এর অফিসে কেক কাটার মধ্য দিয়ে কুষ্টিয়ার কন্ঠ-২৪ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার কন্ঠ-২৪ পত্রিকার উপদেষ্টা নাফিজ আহমেদ খান,মোমিনুল হক মোমিন,নাজমুল হাসান পারভেজ । অনলাইন গণসময় পত্রিকার সম্পাদক শরিফুল ইসলাম পপি,কুষ্টিয়ার কন্ঠ-২৪ পত্রিকার প্রকাশক ও সম্পাদক নাব্বির আল নাফিজ। কুষ্টিয়ার কন্ঠ-২৪ পত্রিকার বার্তা সম্পাদক আব্দুর রহমান, স্টাফ রিপোর্টার বাদশা আলমগীর, সুজন মাহমুদ,আকিব আহমেদ, মাহমুদুল হাসান নিরব,হাসিব খা,রিপন ইসলাম, সজল,ইদ্রিস আলী,সাজ্জাদ সবুজ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন কুষ্টিয়ার কন্ঠ-২৪ পত্রিকার অফিস সহকারী মিলন মাহমুদ। এসময় কুষ্টিয়ার কন্ঠ-২৪ পত্রিকার প্রকাশক ও সম্পাদক নাব্বির আল নাফিজ বলেন, কুষ্টিয়ার উন্নয়ন, অগ্রগতি, সম্ভাবনার ক্ষেত্রে অনলাইন কুষ্টিয়ার কন্ঠ-২৪ পত্রিকার ভূয়সী প্রশংসা ও পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, বাংলাদেশ নয় সমগ্র পৃথিবীতে অনলাইন পত্রিকাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনলাইন পত্রিকার মাধ্যমে বিশ্বের যে কোন স্থানের সংবাদ মুহূর্তের মধ্যে আমরা জানতে পারছি। জঙ্গি তৎপরতা, ধর্ষণ, রেইনট্রির মতো স্পর্শকাতর ঘটনা অনলাইন পত্রিকার মাধ্যমে মুহূর্তের মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে ফলে এ সকল কার্যক্রম আর চাপা থাকছেনা। ফলশ্রুতিতে এ সকল কার্যক্রমের বিরুদ্ধে তৎক্ষণাৎ এ্যাকশন গ্রহন করা সম্ভব হচ্ছে। বর্তমানে পাঠকেরা কাগজের পত্রিকার পাশাপাশি অনলাইন পত্রিকাগুলো নিয়মিত পড়ে থাকেন। তাই সবার কথা চিন্তা করে কুষ্টিয়ার কন্ঠ-২৪ পত্রিকায় সত্য রূচি সম্মত সংবাদ পরিবেশন করার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে কুষ্টিয়ার কন্ঠ-২৪ পত্রিকার পাঠকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।