টাঙ্গাইলে পৃথক এলাকা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার টাঙ্গাইলে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এরমধ্যে জেলার ভুঞাপুরের চরাঞ্চলের রাজাপুর থেকে উদ্ধার হওয়া মরদেহটি ধুবলিয়া গ্রামের শামছুল হকের ছেলে সজিব (২৩)।ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদরের ঘারিন্দা থেকে উদ্ধার হওয়া আরেকটি মরদেহের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, বিকেলে ভুঞাপুর চরাঞ্চলের রাজাপুরে কৃষকরা ক্ষেতের শস্য কাটতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
টাঙ্গাইল সদর থানার এসআই মনির হোসেন জানান, অজ্ঞাত ব্যক্তির (৩৫) মরদেহ পচে পোকা ধরেছে। ধারণা করা হচ্ছে মরদেহটি ৫/৬ দিন আগে হত্যা করে ফেলে রেখেছে দুর্বত্তরা। তবে মরদেহটি পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ভুঞাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওহাব জানান, মরদেহটি পচন ধরে পোকা ধরেছে। তিন চারদিন আগে সম্ভবত মরদেহটি সেখানে পড়েছিল। ময়নাতদন্তের পর ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে ওই ব্যক্তি মধুপুরের একটি মাদরাসায় পড়াশুনা করতো। গত তিন ধরে সে বাড়িতে এসেছিল।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি