করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে প্রতিদিনই সামনে আসছে ভয়ঙ্কর সব তথ্য। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬ হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এটি ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। বৃহস্পতিবার এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৫২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জনে। এবং দেশটিতে মোট মৃত্যু দাঁড়াল ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জনে।
তবে ভারতের বিহার রাজ্যের ৩৮টি জেলায় মৃত্যুর হার রাতারাতি বেড়ে গেছে। রাজ্যটিতে করোনায় মৃত্যুর নতুন হিসাব বেরিয়ে এসেছে, যেখানে মৃত্যুহার ৭২.৮৪ শতাংশ।
গত ১৮ মে পাটনা হাইকোর্টের এক নির্দেশে কার্যত নড়েচড়ে বসে বিহার সরকার। এরপরই বিহার সরকার স্বীকারোক্তি দেয়, ৩ হাজার ৯৫১টি মৃত্যু অতিরিক্ত হয়েছে। যেগুলো এতোদিন হিসাবের মধ্যে ছিল না।