শহীদ প্রেসিডেন্ট জিয়ারউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে বস্ত্রবিতরণের সময় কুষ্টিয়া বিএনপির ৪ নেতা আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া শহর বিএনপির উদ্যেগে শহীদ প্রেসিডেন্ট জিয়ারউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলে বস্ত্রবিতরনের সময় কুষ্টিয়ার আলফার মোড় নবীন টাওয়ারের সামনে থেকে কুষ্টিয়া শহর বিএনপির সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী আশকর পিন্টু, ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার মিনারুল ইসলাম দুলাল, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক হাসানুজ্জামান হাসানকে আটক কার হয়। এক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন এই ঘটনার নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে আটককৃত নেতাকর্মীর নিঃর্শত মুক্তির দাবি করেছেন।