বুধবার (৯ জুন) দুপুর ১২ টায় পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার নির্দেশনা বাস্তবায়নে জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ অফিস সম্মেলন কক্ষে ১২টি মেরামত কাজের সাথে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, পুলিশ ফাঁড়ী,পুলিশ ক্যাম্প ইনচার্জ এবং জেলা পুলিশ বিভাগের মেরামত/নির্মান কাজে সংশ্লিস্ট ঠিকাদারগণের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম, আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। মেরামত কাজের বিবরণঃ
১) মিরপুর থানাধীন কাকিলাদহ পুলিশ ক্যাম্পের {ভবনের চালায় ইন্ডাস্ট্রিয়াল শীট স্থাপন, রান্নঘর ও টয়লেট(ওয়াশরুম টাইল্সসহ)},
২) মিরপুর থানাধীন আমলা পুলিশ ক্যাম্পের {ভবনের চালায় ইন্ডাস্ট্রিয়াল শীট স্থাপন, রান্নঘর ও টয়লেট(ওয়াশরুম টাইল্সসহ)},
৩) কুমারখালী থানাধীন যদুবয়রা পুলিশ ক্যাম্পের {রান্নঘর ও টয়লেট(ওয়াশরুম টাইল্সসহ)},
৪) দৌলতপুর থানাধীন দিঘলকান্দি পুলিশ ক্যাম্পের {রান্নঘর ও টয়লেট(ওয়াশরুম টাইল্সসহ)},
৫) দৌলতপুর থানাধীন শ্যামপুর পুলিশ ক্যাম্পের {ভবনের চালায় ইন্ডাস্ট্রিয়াল শীট স্থাপন, রান্নঘর ও টয়লেট(ওয়াশরুম টাইল্সসহ)},
৬) কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপারের বাসভবন (সিভিল, স্যানিটারি ও বৈদ্যুতিক),
৭) পুলিশ লাইন্সের অভ্যন্তরে মেডিক্যাল অফিসারের বাসভবন (সিভিল, স্যানিটারি ও বৈদ্যুতিক),
৮) পুলিশ লাইন্সের অভ্যন্তরে ৮ ইউনিট আবাসিক ভবন (ওয়াশরুম টাইল্সসহ),
৯) পুলিশ লাইন্সের পুরাতন ব্যারাক ভবন (ওয়াশরুম টাইল্সসহ),
১০) কুষ্টিয়া মডেল থানা ভবন, ব্যারাক, ওয়াশরুম টাইল্সসহ,
১১) খোকসা থানার ওসির কোয়ার্টার (সিভিল, স্যানিটারি ও বৈদ্যুতিক) এবং
১২) মিরপুর থানার ওসির কোয়ার্টার (সিভিল, স্যানিটারি ও বৈদ্যুতিক)
সভাপতি মহোদয় উল্লেখিত ১২টি মেরামত প্রকল্পের কাজের সর্বিক বিষয়াদি সংক্রান্তে আলোচনা করেন এবং ইউনিট ইনচার্জগণকে প্রকল্প বাস্তবায়নের নিমিত্বে সার্বক্ষনিক তদারকি কমিটিকে সহায়তা করাসহ মেরামত কাজ সঠিকভাবে তদারকি করে সমাপ্ত করার নির্দেশনা প্রদান করেন। মেরামত প্রকল্পের কাজের কোন অনিয়ম পরিলক্ষিত হলে তদারকি কমিটির এস্টেট অফিসারকে অবহিত করার নির্দেশ প্রদান করেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), কুষ্টিয়া , নির্