করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৯৪৯ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৩৭ জন। ফলে করোনায় দেশে মোট শনাক্তের সংখ্যা হলো ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জন।এর আগে মঙ্গলবার (৮ জুন) ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৪৪ জনের এবং শনাক্ত হয়েছিল ২ হাজার ৩২২ জন।