কুষ্টিয়ার কবুরহাটে পানিতে ডুবে গুরুতর অসুস্থ অবস্থায় দুই শিশু হাসপাতালে
কুষ্টিয়া অফিস // নিজস্ব প্রতিনিধি
/ ১৩২
বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম :
বুধবার, ৯ জুন, ২০২১, ৪:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন
কুষ্টিয়ায় কিছুক্ষন আগে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে যায় লামহা ও নীহা নামের দুই শিশু কন্যা! কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট কদমতলায় এঘটনা ঘটে। তাদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় নেয়া হয়েছে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। সেখনে নেয়ার পর দুজনের দ্রুত অক্সিজেন প্রয়োজন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। স্থানীয়রা জানান,কবুরহাট কদমতলার আনিচুরের মেয়ে লামহা (৬) ও একই এলাকার নাহারুলের মেয়ে নেহা (৭) পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তলিয়ে যায়। এ সময় আশেপাশেরর লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে দুটি মটরসাইকেল যোগে হাসপাতালে নিয়ে যায়।