কুষ্টিয়ায় জানাজা নামাজে ৮ জনের মোবাইল ফোন চুরি
কুষ্টিয়াঃ কুষ্টিয়ার দৌলতপুরে জানাজার নামাজের মধ্যেই অন্তত ৮টি স্মার্টফোন চুরির ঘটনা ঘটেছে। আজ রবিবার (৬ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলার তারাগুনিয়া ফুটবল মাঠে নদু মোল্লার জানাজার নামাজে এই চুরির ঘটনা ঘটে।
নদু মোল্লা বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার চাচাতো ভাই। তিনি ঢাকা সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার (৫ জুন) ইন্তেকাল করেন।
জানা গেছে, নদু মোল্লার জানাজার নামাজে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সমাগম ঘটে। পূর্বপরিকল্পনা অনুযায়ী পকেটমার সিন্ডিকেটের সদস্যরা নামাজের বিভিন্ন কাতারে মুসল্লির সঙ্গে দাঁড়িয়ে পাঞ্জাবির পকেটে থাকা মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
দৌলতপুর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম বলেন, জানাজা নামাজ পড়তে আসার পর মোবাইলটি পকেটে রেখে দিই। নামাজ শেষে দেখি পকেটে মোবাইলটি নেই। কখন যে পকেটমার চক্রের সদস্যরা ফোনটি চুরি করে নিয়ে গেল টেরই পেলাম না।
নামাজে আরও যাদের মোবাইল চুরি হয়েছে তারা হলেন, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র শামীমুল ইসলাম ছানা, দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, ডাংমড়কা এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগের নেতা মোখলেসুর রহমান, সবুর মোল্লাসহ অন্তত ৮ জনের।
জানা যায়, মোবাইল চুরি হওয়ার কিছুক্ষণ পরই বিভিন্ন মোবাইল থেকে চুরি হয়ে যাওয়া নম্বরে কল করলে বন্ধ পাওয়া গেছে। দু-একজনের নম্বর খোলা পেলেও কল করলে অপরপ্রান্ত থেকে কলটি কেটে দেওয়া হয়। এরপর থেকে ফোনগুলো বন্ধ পাওয়া যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি একটা সভায় আছি, বিষয়টি জানি না। ডিউটি অফিসার এসআই শাহনাজ পারভীন বলেন, এখন পর্যন্ত থানায় কেউ এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়নি। তবে বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনেছি।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি