প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২১, ১২:১২ এ.এম
আফগানিস্তানে ভূমি মাইন বিস্ফোরণে শিশুসহ নিহত ১১
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ভূমি মাইন বিস্ফোরণে শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সরকারি কর্মকর্তারা আজ রোববার এ কথা জানিয়েছেন। বিস্ফোরণের জন্য তালেবানকে দায়ী করেছেন তাঁরা।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গত শনিবারের এই বিস্ফোরণের ঘটনায় তালেবান বা অন্য কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। পশ্চিমাঞ্চলীয় বাদগিস প্রদেশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, বিস্ফোরণে ৩ শিশুসহ ১১ জন নিহত হয়েছেন।
আফগান শান্তি প্রক্রিয়া, আফগানিস্তানে অবস্থানকারী কূটনীতিক এবং বিভিন্ন ত্রাণ সংস্থার কর্মীদের নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য কাতারে শনিবার বৈঠক হয়। জাতিসংঘের কর্মকর্তা ও তালেবান প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘণ্টা আগে ভূমি মাইন বিস্ফোরণের এ ঘটনা ঘটে। জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তালেবানের মুখপাত্র শের মোহাম্মদ আব্বাস আফগান শান্তি প্রক্রিয়ায় তালেবানের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।তালেবান কর্তৃপক্ষ জাতিসংঘের সব সংশ্লিষ্ট সংস্থা এবং আফগানিস্তানভিত্তিক অন্যান্য কূটনীতিকের সুরক্ষার আশ্বাস দিয়েছে। এদিকে আফগান কর্মকর্তারা তালেবানকে সরকারি বাহিনী ও জনসাধারণের বিরুদ্ধে সহিংসতা চালিয়ে যাওয়ার অভিযোগ এনেছে।
রাস্তায় পুঁতে রাখা বোমা, গাড়িতে লাগিয়ে রাখা ছোট বোমা ব্যবহার করে আফগানিস্তানে হামলা বেড়েছে। নিরাপত্তা বাহিনী, বিচারক, সরকারি কর্মকর্তা, সাংবাদিকেরাই মূলত এই হামলার লক্ষ্য। সম্প্রতি এ ধরনের হামলা বেড়েছে।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি