আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ভূমি মাইন বিস্ফোরণে শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সরকারি কর্মকর্তারা আজ রোববার এ কথা জানিয়েছেন। বিস্ফোরণের জন্য তালেবানকে দায়ী করেছেন তাঁরা।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গত শনিবারের এই বিস্ফোরণের ঘটনায় তালেবান বা অন্য কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। পশ্চিমাঞ্চলীয় বাদগিস প্রদেশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, বিস্ফোরণে ৩ শিশুসহ ১১ জন নিহত হয়েছেন।