কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম থেকে ইয়াবাসহ ওমর ফারুক (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার গোয়ালগ্রাম খানপাড়া থেকে তাকে আটক করে ।
আটককৃত ওমর ফারুক গোয়ালগ্রাম খানপাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে ।
শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার গোয়ালগ্রাম খানপাড়ায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় র্যাব ৪৯৬পিচ ইয়াবাসহ গোয়ালগ্রাম খানপাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে মাদক ব্যবসায়ী ওমর ফারুককে আটক করে।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে ।