বাবার বন্ধুর লালসার শিকার স্কুলছাত্রী, অভিমানে আত্মহত্য
চুয়াডাঙ্গায় বাবার বন্ধুর লালসার শিকার হয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ ওঠেছে। শুক্রবার (৪ জুন) সদর উপজেলার মাখালডাঙ্গা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
অভিযুক্ত লোকমান হোসেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা নওদাপাড়ার জামাল হোসেনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাউল গান শুনতে চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় আসেন কুষ্টিয়ার হালসা নওদাপাড়া থেকে লোকমান হোসেন। তার সঙ্গে স্কুলছাত্রীর বাবার দীর্ঘদিনের বন্ধুত্ব। বন্ধু ও তার স্ত্রীকে কৌশলে গানের আসরে রেখে লোকমান বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। পরে রাত তিনটার বারান্দায় ঘুমানো তাদের সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ের শ্লীলতাহানির পর ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি এক যুবক দেখে স্কুলছাত্রীকে রক্ষা করে তার বাবা-মাকে গানের আসর থেকে ডেকে আনেন। তারা বাড়িতে এসে গোয়ালঘরে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
কিশোরীর মা বলেন, আমরা লোকমানকে খুব বিশ্বাস করতাম। কিন্তু তিনি এমন ভয়ঙ্কর কাজ করবেন জানা ছিল না। আমরা তার বিরুদ্ধে থানায় মামলা করব।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।