অঙ্গীকার ডেস্কঃ কুষ্টিয়ায় পুলিশ সুপার ও অফিসার ইন চার্জদের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ২ টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ খাইরুল আলম ও অফিসার ইন চার্জ সকল থানার মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) সম্পন্ন হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম। চুক্তির মাধ্যমে অফিসার ইন চার্জগন আগামী ১ বছরের কর্মপরিকল্পনা পুলিশ সুপার কুষ্টিয়ার হাতে হস্তান্তর করেন।
এ সময় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বলেন, সরকারি কর্মকান্ডে গতিশীলতা আনয়ন, দক্ষতা বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করনের লক্ষ্যে একটি কার্যকর প্রশাসনিক ব্যবস্থা অপরিহার্য। সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র বিনির্মানে দৃঢ় প্রতিজ্ঞ এবং সুশাসন সংহত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ন উদ্দেশ্য। এ সকল লক্ষ্য ও উদ্দেশ্য পূরন করা এবং সকল স্তরে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগনের দোরগোড়ায় নির্ভেজাল পুলিশি সেবা পৌঁছে দিতে হলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিটি বাস্তবায়ন করা অপরিহার্য। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির লক্ষ্য অর্জনের জন্য পুলিশ সুপার কুষ্টিয়া বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়া ও সকাল থানার অফিসার ইন চার্জবৃন্দ্ব।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি