অঙ্গীকার ডেস্ক :প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও কাজের গুনগত মান নিশ্চিত করণে নিয়মিত বদলীর অংশ হিসেবে অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম মহোদয় অদ্য ০৩ জুন ২০২১ তারিখ কুষ্টিয়া জেলায় কর্মরত ১১ জন নিন্মবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শক/শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক-কে জনস্বার্থে বদলী করেন। এই আদেশ অবিলম্বে কার্যকরী হবে।