অঙ্গীকার ডেস্ক : “মাস্ক পড়ার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় অদ্য ০৩ জুন ২০২১ তারিখ রাত ০৯:০০ ঘটিকার সময় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার মহোদয় কুষ্টিয়া জেলার কোর্টে কর্মরত সকল পুলিশ সদস্যদের সহিত মত বিনিমিয় করেন। কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ এর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় পুলিশ সুপার মহোদয় সকল পুলিশ সদস্যকে স্বাস্থ্য বিধি মেনে(মাস্ক পরিধান করে) সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও আইজিপি স্যারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের অভ্যন্তরে ভারতের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে না পড়ে সেই লক্ষে কাজ করার পরামর্শ প্রদান করেন। উক্ত মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া এবং অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা।