নির্মাণাধীন কুষ্টিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ২৫ লক্ষ টাকা চুরি করে ধরা পড়েছে ক্যাশিয়ার শরৎ চট্টোপাধ্যায় ও তার সহযোগী আল-আমিন শেখ। গোপন সূত্রে খবর পেয়ে মেডিকেলের ঠিকাদার মাসুম মিয়া হিসাব নিতে গিয়ে ধরা পড়ে তারা, দুই চোর কে সাথে নিয়ে ঝিনাইদহ চলে যায়, পরে শরৎ চট্টোপাধ্যায় কে আটকে রেখে ২ লক্ষ টাকা জামানত বাকি টাকা স্ট্যাম্পে লিখে নিয়ে পরিবারের কাছে ছেড়ে দেয়। ক্যাশিয়ারের সহযোগী আলামিন এখনো আটক আছে।তাদের স্বীকারোক্তিতে মেডিকেল কলেজের ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ সাহা রড চুরি করেছে বলে তারা জানিয়েছে।মেডিকেল সূত্রে জানা যায় ক্যাশিয়ার ও তার সহযোগী প্রতিদিন ৬০ জন লোকের মজুরি মেরে দিত, সিন্ডিকেট করে এই টাকার ভাগ সবাই পেত বলে জানা যায়।