কোচ হিসেবে সফল হলেও রিয়ালের ভঙ্গুর দল নিয়ে এবছর বাজে মৌসুম পার করেছেন জিনেদিন জিদান। শেষ পর্যন্ত রিয়ালের সাথে অভিমান করেই ছেড়ে দিয়েছেন ক্লাবটির দায়িত্ব। নতুন মৌসুমে কে হবেন রিয়ালের নতুন কোচ, তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে স্প্যানিশ গণমাধ্যমে জোর খবর, রিয়ালের কোচ হয়ে আসছেন জিনেদিন জিদানের গুরু কার্লো আনচেলত্তি। প্রথম ধাপে রিয়ালের দায়িত্বে থাকাকালীন সময়ে আনচেলত্তির এসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জিদান।এদিকে গুজন উঠেছে সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার (১ জুন) বার্নাব্যুতে নাম ঘোষণা আসবে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির। এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল অবধি রিয়ালের হয়ে একবার দায়িত্ব পালন করেছেন তিনি। শুধু রিয়াল মাদ্রিদ নয়, অনেক বড় বড় ক্লাবে কোচিংয়ের অভিজ্ঞতা আছে আনচেলত্তির।রেগিনা দিয়ে কোচিং শুরু করলেও পরবর্তীতে পার্মা, চেলসি, জুভেন্টাস, এসি মিলান, বায়ার্ন মিউনিখ, নাপোলির হয়ে দায়িত্ব পালন করেন এই ইতালিয়ান। বর্তমানে আছেন ইংলিশ ক্লাব এভারটনে।