আজ সকাল বলা হয়েছিল বৃষ্টির কারণে দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে ঢাকা প্রিমিয়ার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। আয়োজক সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন জানিয়েছিলেন, বৃষ্টির কারণে আজ হতে না পারা দিনের ছয়টি ম্যাচই নতুন করে হবে দুই দিন পরে। বাকি সূচি বডিলি শিফট হয়ে যাবে।
সেই সিদ্ধান্ত বদলে গেল সন্ধ্যাতেই। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এবার জানিয়েছে, স্থগিত হয়ে যাওয়া ম্যাচগুলো আগামীকাল ও পরশু মিরপুরে অনুষ্ঠিত হবে। বদলে গেছে তৃতীয় রাউন্ডের সূচিও। ৩ জুনের পরিবর্তে ৪ ও ৫ জুন মিরপুরে হবে রাউন্ডের ৬টি ম্যাচ। প্রিমিয়ার লিগ ক্রিকেটের সূচিতে আবার পরিবর্তন এসেছে। সূচি আবার পরিবর্তন হওয়া নিয়ে সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘ক্লাবগুলো ও বিসিবির সঙ্গে কথা বলে বিকেএসপির ১ ও ৩ জুনের ম্যাচগুলো শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে। আগামী চার দিন (২-৫ জুন) প্রতিদিন মিরপুরে তিনটি ম্যাচ হবে।’প্রথম ম্যাচ শুরু হবে সকাল ৯টায়, দ্বিতীয় ম্যাচ বেলা দেড়টা ও শেষ ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। আগামীকাল পরিবর্তিত সূচিতে প্রথম ম্যাচে প্রাইম দোলেশ্বর ও খেলাঘর, দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ও গাজী গ্রুপ এবং তৃতীয় ম্যাচে খেলবে প্রাইম ব্যাংক ও শাইনপুকুর।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি