কুষ্টিয়ার খোকসায় উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইউনুস আলী প্রামানিক নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত ওই ব্যক্তি দুধরাজপুর গ্রামের মৃত চতুর আলী প্রামানিকের ছেলে ইউনুস আলী প্রামানিক (৬৫)।
স্থানীয়রা জানান, শনিবার (২৯ মে) সকালে ইউনুস আলী প্রামানিক বাইসাইকেল যোগে জানিপুর বাজারে যাবার পথে খোকসা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের শহীদ বরকত ফিলিং স্টেশনের সামনে থেকে রাজবাড়ীগামী লোকাল বাস নিশান ডিলাক্স ( ঢাকা মেট্রো -০২- ০৩০১) বাইসাইকেলের পিছন থেকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। বাসটি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এসময় স্থানীয়রা ইউনুস আলীকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, একটি লোকাল বাস বাইসাইকেলের পিছন দিক থেকে ধাক্কা দেয়ায় ইউনুস আলী প্রামানিক নামে এক ব্যক্তি মারা গেছেন। পালিয়ে যাবার কারনে গাড়িটি আটক করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।