প্রাইমারী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালের ছাত্র-ছাত্রীদের সরকারী নির্দেশনা মোতাবেক অনলাইন জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। সেক্ষেত্রে পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন সম্পন পূর্বক সন্তানের অনলাইন জন্ম নিবন্ধন করা যাবে। একটি অনলাইন জন্ম নিবন্ধন করতে, পিতা-মাতাসহ ঐ ছাত্র-ছাত্রীর তিনজন ব্যাক্তির অনলাইন জন্ম নিবন্ধন ফিসহ আনুষঙ্গিক খরচ বহনের পাশাপাশি অনেক প্রতি বন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। হতদরিদ্র পরিবারের পক্ষে এই খরচ বহন করা বেশ কষ্টসাধ্য। এভাবে আনুষঙ্গিক ব্যয় বৃদ্ধি হতে থাকলে সামাজের নিন্মবিত্ত, নিন্মমধ্যবিত্ত শ্রেণীর পরিবারের ছেলে-মেয়ে অর্থাভাবে পড়ালেখা থেকে পিছিয়ে পড়বে।
অনতিবিলম্বে বিষয়টির প্রতি সুনজর দিয়ে অনলাইন জন্ম নিবন্ধন ফি মওকুফসহ অন্যান্য প্রতিবন্ধকতা দূরীকরণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
যথাপযুক্ত বলেছেন,স্যার।।।