স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া জেলা শাখার পক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরউত্তম) শাহাদৎ বার্ষিকী পালন।
অঙ্গীকার ডেস্ক : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া জেলা শাখার পক্ষে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরউত্তম) ৪০তম শাহাদৎ বার্ষিকীতে দোয়া মহফিল, খাদ্য বিতরন এবং ছিন্নমূল মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। উক্ত দোয়া মহফিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার সন্মানিত যুগ্ম সম্পাদক, সাবেক সদর উপজেলার চেয়ারম্যান ইন্জিনিয়ার জাকির হোসেন সরকার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া জেলা শাখার বিপ্লবী সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারন সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, দোয়া মহফিলে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি এডিন মাহামুদ ,খন্দকার উজ্জল, টিটু আহম্মেদ, শফি মির্জা, যুগ্ম সম্পাদক জাকারিয়া বাবু, মোঃ রেজাউর রহমান রেজা, সদর থানা শাখার সিনিয়র যুহ্ম সম্পাদক জাহিদু ইসলাম টিপু, সহ সম্পাদক মন্ডলী ও সদস্যবৃন্দ এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।