কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক তরুণীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের আতিয়ার রহমানের সাথে প্রতিবেশীর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিলো। এরই জের ধরে শনিবার (২৯ মে) বিকালে কথা- কাটাকাটি হয়। সে সময় প্রতিবেশী মিঠু শেখ, আব্দুল কুদ্দুস, সুমি খাতুন, রিনা খাতুন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে আতিয়ার রহমানকে।
কথা-কাটাকাটির এক পর্যায়ে আতিয়ার রহমানের মেয়ে আজমিরা খাতুনকে মিঠু শেখ, আব্দুল কুদ্দুস, সুমি খাতুন, রিনা খাতুন ব্যক্তিরা মারপিট করে আহত করে। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত ব্যক্তিরা চলে যায়। সেসময় আজমিরা খাতুনকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বর্তমানে আহত ওই যুবতী কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, এ ব্যাপারে একটি অভিযোগ হাতে পেয়েছে, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।