আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–কর্মচারীদের বহনকারী বাসে বোমা হামলায় তিন শিক্ষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন। আজ শনিবার দেশটির রাজধানী কাবুলের ৭০ কিলোমিটার দূরে পারওয়ান প্রদেশে এ ঘটনা ঘটে। কাপিসা প্রদেশের আল–বিরুনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–কর্মচারীদের বহন করছিল বাসটি।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, পারওয়ান প্রদেশের রাজধানী চারিকার দিয়ে বাসটি যাওয়ার সময় বোমা হামলার শিকার হয়। স্থানীয় পুলিশ জানায়, শনিবার স্থানীয় সময় বেলা সোয়া তিনটায় এ ঘটনা ঘটে। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি।তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, আহতদের মধ্যে কয়েকজন শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক। হামলায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবদুল ক্বাহারও।বার্তা সংস্থা রয়টার্স বলছে, তিন সপ্তাহ আগে কাবুলে একটি স্কুলের বাইরে ভয়াবহ বোমা হামলায় ৬৮ জন নিহত হন। নিহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। আহত হন আরও ১৬৫ জন।যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনাসদস্যরা আফগানিস্তান ছেড়ে যাওয়ার প্রস্তুতি শুরু করলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। মার্কিন সেনা প্রত্যাহার হলে আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনরায় তালেবানের হাতে যাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। প্রায় দুই দশক আগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানের নামে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ আফগানিস্তানে যুদ্ধ শুরু করেন। এই যুদ্ধে দেশটির ক্ষমতায় থাকা তালেবান সরকারের পতন হয়।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি