অঙ্গীকার ডেস্কঃ অদ্য ইং ২৯/০৫/২০২১ তারিখ জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়ার সার্বক্ষণিক তদারকি ও মোঃ নাসির উদ্দিন, অফিসার ইনচার্জ, দৌলতপুর’র দিক নির্দেশনায় দৌলতপুর থানাধীন তেকালা পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই(নিঃ)/মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানাধীন মথুরাপুর গ্রামস্থ জনৈক মাহাবুল মন্ডল, পিতা-আব্দুস সাত্তার মন্ডল এর মেহেগুনি বাগানের মধ্যে অভিযান পরিচালনা করা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ১। মোঃ মেহেদি হাসান চিটার হাসান (৩৩), ২। মোঃ মাসুদ (২৮), উভয় পিতা-মৃত নিলু মন্ডল, উভয় সাং-মথুরাপুর (স্কুলবাজার), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদ্বয় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের হেফাজতে থাকা কালো স্কুল ব্যাগ এর মধ্যে থাকা ৪০ বোতল ফেন্সিডিল, বাজার করা ব্যাগের মধ্যে রক্ষিত ৪ কেজি গাঁজ এবং আসামীদের ব্যবহৃত একটি মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। আসামী গ্রেফতারের চেষ্টা অব্যহত আাছে। থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে।