অঙ্গীকার ডেস্কঃ কুষ্টিয়ায় সিঙ্গার কাস্টমার কেয়ারের নামে গ্রাহকের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে সুকৌশলী ভাবে কম মুল্যের পার্স লাগি বেশী মুল্য নিয়ে আসছে তাঁরা।
সুত্রে জানা যায়, সিঙ্গার কাস্টমার কেয়ারের নাম ভাঙিয়ে দীর্ঘদিন কাস্টমারদের ঠকিয়ে আসছেন সুমন নামে এক কতিপয় ব্যক্তি। ১২০ টাকা মুল্যে পার্স লগাইতে ৮০০০ হাজার টাকা গুনতে হয় ভোক্তাদের। আজ এমনটি করতে গেলে কাস্টমার কাছে হাতে নাতে ধরা পরেন। অভিযোগ পাওয়া বিষয়টি খতিয়ে দেখা হলে দেখা যায় প্রায় প্রতিটা কাস্টমারদের ঠকিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি।