অঙ্গীকার ডেস্কঃ কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলমের নির্দেশনায় মডেল থানার চৌকস অফিসার এসআই মোঃ মেহেদী হাসান মন্নুর নেতৃত্বে মডেল থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে প্রতারণা পূর্বক আত্মাসৎকারীর অবস্থান নির্ণয় করে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ মে ইং তারিখ ভোর ৫ টার সময় ফরিদপুর জেলার মধুখালী থানাধীন কাশিনাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ পরিচয়ে প্রতারণা পূর্বক আত্মাসৎকারী চক্রের মূলহোতা মোঃ শাহারুল ইসলাম (৩৬), পিতা-মোঃ আতোর আলী শেখ, সাং-শাখারীপাড়া, বারখাদা, থানা ও জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করে এবং তার দখল হইতে আত্মসাতকৃত ইজিবাইক উদ্ধার করা হ্য়। পরবর্তীতে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করিলে আত্মাসৎকারী চক্রের মূলহোতা মোঃ শাহারুল ইসলাম নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে সেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।উল্লেখ্য”গত ইং-২৫/০৫/২০২১ তারিখে অভিনব এক কৌশলে প্রতারণা পূর্বক একটি ইজিবাইক আত্মসাতের ঘটনা ঘটে। অত্র ঘটনা সংক্রান্তে কুষ্টিয়া মডেল থানার মামলা নং-৪২, তারিখ-২৭/০৫/২০২১ খ্রিঃ ধারা-১৭০/৪০৬/৪২০ পেনাল কোড রুজু করা হয়। উক্ত মামলার সুত্র ধরেই কুষ্টিয়া মডেল থানার এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।