প্রত্যাশামতোই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলো হতে চলেছে সংযুক্ত আরব আমিরাতে। ভারতের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই’র পক্ষ থেকে জানান হয়েছে, ফের মরুদেশে শুরু হবে আইপিএল ২০২১। সম্ভবত সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে হতে পারে টুর্নামেন্ট।
শনিবার (২৯ মে) বিশেষ সাধারণ সভায় (এসজিএম) সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি ম্যাচগুলো করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা সংবাদ সংস্থা এএনআইকে বিষয়টি নিশ্চিত করেছেন।সূত্রের খবর, ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে টুর্নামেন্ট। ফাইনাল হতে পারে ৯ অক্টোবর। যদিও বিসিসিআই’র পক্ষ এখনও তারিখ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই সূত্রের খবর। এছাড়া টি-২০ বিশ্বকাপ আয়োজনের বিষয়ে সিদ্ধান্তের জন্য কিছুটা সময় চেয়েছে বিসিসিআই।প্রসঙ্গত, এখনও আইপিএলে ৩১টি ম্যাচ বাকি রয়েছে। যা আয়োজন করতে না পারলে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রায় ২৫০০ কোটি টাকার ক্ষতি হবে। ফলে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথম থেকেই আইপিএল চালু করতে মরিয়া চেষ্টা চালাচ্ছিল এবং সেক্ষেত্রে বোর্ডের পছন্দের বিকল্প ভেন্যু ছিল সংযুক্ত আরব আমিরাত।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি