অঙ্গীকার ডেস্ক : আজ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে লিটন হোসেনের মেয়ে লামিয়া আক্তার (০২) বাড়ির পার্শবর্তী পুকুরে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এসময় কর্তব্যরত চিকিৎসক এ ধরণের অনাকাঙ্কিত মৃত্যু যাতে আর না হয় সে জন্য গ্রামের সকল ছেলে – মেয়েদের অভিভাবকদের প্রতি বিশেষ নজরে রাখার পরামর্শ দেন।