কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বংশীতলা এলাকায় পুকুর থেকে সৈকত ইসলাম সকাল (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সৈকত কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বংশীতলা নিবাসী জহুরুল ইসলামের ছেলে। নিহতের পরিবারের দাবি, গতকাল বিকেল থেকে সৈকত নিখোঁজ। অনেক খোজাখুজি করেও তার সন্ধান মেলেনি। আজ সকালে তার মরদেহ পার্শ্ববর্তী পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। সৈকতের বাবা আরো বলেন, আমার সন্তানকে প্রতিবেশী এক পরিবার হত্যা করে পানিতে ফেলে দেয়। তাদের সাথে অনেকদিন ধরে শত্রুতা আছে।
এ বিষয়ে, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জিয়ারখীর একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘ্তের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারনা করা হচ্ছে শিশুটিকে কে বা কাহারা হত্যা করে লাশ পুকুরে ফেলে গুম করতে চেয়েছিলো। অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।