কুষ্টিয়া সদর উপজেলা হাটশ হরিপুর ইউনিয়নে কৃষকদের অধিক ফসল উৎপাদনের লক্ষে মহিলাদের জৈব সার উৎপাদনের লক্ষে কৃষি কর্মকর্তাদের উদ্দোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা ১নং হাটশ হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক এম সম্পা মাহমুদ।
তিনি এই কর্মশালা মহিলাদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।তিনি বলেন মহিলাদের বাড়ী বসে থাকলেই হবে না। মহিলারা এইদেশের জনশক্তির আর এই জনশক্তিকে কাজি লাগিয়ে দেশের অর্থনিতীকে আরো সমৃদ্ধ করা সম্ভব। তিনি বলে আমরা এই প্রশিক্ষণের মাধমে খুব সহজেই জেব সার উৎপাদন করতে পারবো এতে কম খরচে খাদ্য শস্য উৎপাদন করতে পারব।আমাদের দেশে এখন অনেক আধুনিক কৃষকগোষ্ঠী জৈব পদ্ধতিতে চাষাবাদে জন্য অগ্রসর হচ্ছে কিন্তু তাদের চাষাবাদে সহযোগী হিসাবে জৈবসার এবং ফসলের জন্য বালাইনাশক অনেক জরুরী কিন্তু উপযুক্ত প্রশিক্ষণ এবং উপকরণ সহযোগিতা না থাকায় তারা এই জৈবসার এবং বালাইনাশক তাদের ফার্মের জন্য ক্রয় করেন অধিকমূল্য দিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে। কারিগরি সহযোগিতা এবং উপযুক্ত প্রশিক্ষণ না থাকায় নিজেরাই যেতে পাড়ছে না উৎপাদনে।
এই সকল নব কৃষি উদ্যোক্তাদের জন্যই আমরা আয়োজন করেছি একটি প্রশিক্ষণ, আর এই প্রশিক্ষনে প্রশিক্ষণ দিবেন সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞজন এবং তাদের প্রকল্প সচক্ষে ভিজিট ও করা হবে।এই প্রশিক্ষণ ছোট কৃষি খামার থেকে শুরু করে বড় খামার স্থাপনে সহায়ক ভুমিকা রাখবে এবং নিজেদের ফার্মে নিজেরাই উৎপাদন করতে পাড়বে জৈবসার এবং জৈব বালাইনাশক।