তেলআবিবে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইরিক ডানোনকে তলব করে কঠোর তিরস্কার করেছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেস লি ড্রিয়ানের করা মন্তব্যের জবাবে বৃহস্পতিবার তাকে তিরস্কার করা হয়। খবর-জেরুজালেম পোস্টের।এর আগে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি দ্বিরাষ্ট্রীয় সমাধানে পৌঁছানো সম্ভব না হয়, তবে ইসরাইল সম্ভবত একটি বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যকে প্রত্যাখ্যান করে বলা হয়, এটি অগ্রহণযোগ্য, ভিত্তিহীন, বাস্তব বিবর্জিত এবং ইসরাইল সম্পূর্ণরূপে এটি প্রত্যাখ্যান করছে। তেল আবিবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইল একটি গণতান্ত্রিক, আইন-শাসিত দেশ। কাজেই এসব কিছুকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন চেষ্টার জোরালো প্রতিবাদ জানাচ্ছি। ইসরাইল আশা করে তার বন্ধুরা নিজেদের দায়িত্বজ্ঞানহীনভাবে প্রকাশ করবে না, যাতে উগ্রবাদ ও ইসরাইলবিরোধী পদক্ষেপ চাঙ্গা হয়ে ওঠে।ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর এসব বক্তব্য চরমপন্থা ও সন্ত্রাসী সংগঠনের পুরস্কার বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি এমন বক্তব্য হামাসের পক্ষে যায় বলেও তিনি মন্তব্য করেন।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি