অঙ্গীকার ডেস্কঃ
।।প্রেস বিজ্ঞপ্তি।।
কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারন সম্পাদক ও কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপনের মা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২৭মে দিবাগত রাত সাড়ে ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি এক শোক বার্তায় গভীর শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, মায়ের বিকল্প মা। মাকে হারানোর ব্যথা কখনও সহ্য করার মত নয়। সন্তানের কাছে পৃথিবীতে এর চেয়ে বড় দুঃসংবাদ আর নেই। তিনি
জেলা যুবলীগের সাধারন সম্পাদকের মায়ের মৃত্যুতে শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার ক্ষমতা যাতে মহান আল্লাহ্ পাক দান করেন সেই কামনা করেন এবং প্রয়াত মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এছাড়াও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেন।