অঙ্গীকার ডেস্কঃ কাউকে না জানিয়ে কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় নায়িকা ‘জবা বৌদি’ বিয়েটা করেই ফেলল ‘সা রে গা মা পা’ খ্যাত বাংলাদেশের সংগীতশিল্পী নোবেলম্যান, এমনই কথা বার্তা চলছে নেটমাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন, ভারতীয় ধা’রাবাহিক ‘কে আপন কে পর’-এর জবার সঙ্গে বিয়ে করে ফেলেছেন ‘সা রে গা মা পা’ খ্যাত নোবেল। সম্প্রতি ইন্টারনেটে তাদের তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে।